কুমিল্লায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন শিক্ষাক্রমে করনীয় শীর্ষক মতবিনিময়
এমদাদুল হক সোহাগ • মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার আয়োজনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন শিক্ষাক্রম-আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে সোমবার কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কুমিল্লা জেলার নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ওই মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জামাল নাছের। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আজহারুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ জহিরুল ইসলাম পাটোয়ারী, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সভাপতি জহিরুল আলম, সাধারণ সম্পাদক আবু হানিফ সহ প্রতিটি উপজেলার শিক্ষা অফিসার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ বিদ্যালয় পরিদর্শক কামরুজ্জামান।
আলোচনায় বক্তারা বলেন, কিছু কুচক্রী মহল বিশেষ উদ্দেশ্যে নতুন শিক্ষাক্রম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ সমাজে অপপ্রচার চালাচ্ছেন। না জেনেই অনেকেই অপপ্রচারকে সত্য মনে করে সমালোচনায় মেতে উঠেন। পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেক গবেষণার পরই নতুন শিক্ষাক্রম তৈরি করা হয়েছে। সে ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের বইগুলো আগে পড়ে সঠিক তথ্য সমাজে প্রচারের আহবান জানানো হয়। নৈতিক শিক্ষা, মানবিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে দায়িত্ব ও কর্তব্য পালনের আহবান জানানো হয়।