কুমিল্লায় ২ ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা

ডেক্স রিপোর্ট • কুমিল্লায় পরিমাণে কম দেওয়ায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। রোববার (৭ আগস্ট) বিকেলে কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প‌রিমাপক ইনস্ট্রু‌মেন্টসহ বিএস‌টিআই কু‌মিল্লা আঞ্চ‌লিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের এক‌টি টিম উপস্থিত থেকে সার্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জানা গেছে, রোববার (৭ আগস্ট) সকাল থেকে ভোক্তা অধিকার কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা বিএস‌টিআই অফিসের সহায়তায় জেলার পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্ব‌রোড এলাকার ফি‌লিং স্টেশনগু‌লো‌তে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওই এলাকার ১২টি ফি‌লিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয়। একই সঙ্গে ভোক্তা‌কে প্রতিশ্রুত পরিমাপে জ্বালানি সরবরাহ করা হচ্ছে কি না, যাচাই করা হয়।

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, আজ রোববার সাড়ে ১১টার দিকে পরিমাপ যন্ত্রে কারচুপি করার প্রমাণ পাওয়ায় কুমিল্লার সুরাতলী পদুয়ার বাজার এলাকার রিভার‌ভিউ সিএন‌জি ফি‌লিং স্টেশনকে এক লাখ টাকা ও কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফি‌লিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *