কুমিল্লায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্রের মৃত্যুর অভিযোগ
ডেক্স রিপোর্ট • কুমিল্লার বরুড়ায় শিক্ষকের বেত্রাঘাতে সিহাব (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৫ আগস্ট) উপজেলার ঝলম ইউনিয়নের শশইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিহাব শশইয়া গ্রামের শুকুর আলী ডিলারের ছেলে। সে স্থানীয় মেড্ডা আল মাতিনিয়া নুরানি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।
শিশু সিহাবের সাবিকুন নাহার ঝুমুর বলেন, ‘কয়েকদিন আগে মেড্ডা মাদরাসার শিক্ষক আব্দুর রব আমার দেবর সিহাবকে বেত্রাঘাত করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে শিক্ষকরা তাকে ওষুধ এনে খাওয়ান। এরপরও সে সুস্থ না হওয়ায় বৃহস্পতিবার (৪ আগস্ট) মাদরাসা থেকে ফোন করে সিহাবের অসুস্থতার খবর জানানো হয়।’
তিনি আরও বলেন, ‘পরে আমার শ্বশুর মাদরাসায় গিয়ে তাকে বাড়িতে নিয়ে আসে। শারীরিক অবস্থা খারাপ দেখে শুক্রবার সকালে তাকে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আব্দুর রবকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। মেড্ডা আল মাতিনিয়া নুরানি মাদরাসার মুহতামিম মাওলানা আহমেদ শফি বলেন, ‘আমি সিহাবের পরিবারের সঙ্গে কথা বলছি। আপনি পরে ফোন করলে খুশি হবো।’
ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ‘বিষয়টি স্থানীয় মেম্বারের কাছে শুনেছি। আমি ঘটনাস্থলে রওনা দিয়েছি। পরে আপনাদের বিস্তারিত জানাবো।’
এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, ফেসবুকে এমন একটি বিষয় দেখার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।